Aug 09, 2023 636 views

কেনাকাটা করতে গিয়ে প্রতারিত? অভিযোগ দায়ের কোথায় কীভাবে? দেখে নিন এক ঝলকে

Category: Blog

কোনরকম কেনাকাটা করতে গিয়ে ঠকে গেছেন? বা কোনো পরিষেবা নিয়ে প্রতারিত হয়েছেন? অভিযোগ দায়ের করবেন কোথায় জানেন না? দেখে নিন একনজরে

১. প্রতারিত হওয়া বা উপভোক্তা সুরক্ষা সম্পর্কিত যে কোনো রকম অভিযোগ দায়ের করার জন্য কল করুন  1800-11-4000 অথবা 1915 এই নম্বরে।

২. এসএমএস করতে পারেন 8800001915 এই নম্বরে।

৩. অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন এই লিংকে https://consumerhelpline.gov.in/user/signup.php

৪. অভিযোগ জানাতে পারেন NCH অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে অ্যাপটি আগে থেকে ডাউনলোড করে নেবেন।

৫. অভিযোগ জানাতে পারেন UMANG অ্যাপের মাধ্যমে।

৬. সাইবার আর্থিক জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ জানাতে কল করুন 1930 এই নম্বরে।

 

Your Comment

Related Post